চিত্রনায়ক হেলাল খান

ভোটাধিকার বঞ্চিত দেশের মানুষ এখন নির্বাচনের জন্য উন্মুখ

‘ফ্যাসিস্ট হাসিনার আমলে এ আসনে তেমন কোনো উন্নয়ন হয়নি। তারা কেবল গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীকে স্বপ্ন দেখিয়েছে। ছলনা প্রতারনা করেছে। লুটপাটের রাজনীতি করে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ভোটাধিকার বঞ্চিত দেশের মানুষ এখন নির্বাচনের জন্য উন্মুখ : চিত্রনায়ক হেলাল খান
ভোটাধিকার বঞ্চিত দেশের মানুষ এখন নির্বাচনের জন্য উন্মুখ : চিত্রনায়ক হেলাল খান |নয়া দিগন্ত

সিলেট-৬, (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান বলেছেন, ‘ভোটাধিকার প্রয়োগে প্রায় দেড়যুগ ধরে বঞ্চিত দেশের মানুষ। তারা এখন ভোট দিতে উন্মুখ। আগামী নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার হবে উন্নয়নের রোলমডেল। এর আগে ১৯৯১ ও ২০০১ সালেও বিএনপি সরকারের হাত ধরে এ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছিল। তার ধারাবাহিকতা অবশ্যই বজায় থাকবে।’

রোববার (৬ জুলাই) সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর উপজেলার উদ্যোগে জুলাই-আগস্টে নিহত-আহতদের দোয়া ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি গোলাপগঞ্জে জুলাই-আগস্টে নিহত সাত পরিবারে হাতে নগদ অর্থ তুলে দেন।

‎‎‎তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার আমলে এ আসনে তেমন কোনো উন্নয়ন হয়নি। তারা কেবল গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীকে স্বপ্ন দেখিয়েছে। ছলনা প্রতারনা করেছে। লুটপাটের রাজনীতি করে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে তাদের নেত্রীর পথ ধরে তারাও পালিয়েছে। গোলাপগঞ্জ- বিয়ানীবাজারের উন্নয়নে বিএনপি সবসময় আন্তরিক।’‎

গোলাপগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক আমীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব তানহার আহমদ লায়েকের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাসের যুগ্ম-আহ্বায়ক লিয়াকত আলী,‎ কেন্দ্রীয় জাসাসের যুগ্ম-আহ্বায়ক ও বিশিষ্ট সংগীত শিল্পী জামাল উদ্দিন নাসির, সংগীত শিল্পী রোক্সার আহমেদ, কেন্দ্রীয় জাসাসের সদস্য শিহাব খান, জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জেলা বিএনপির ত্রান ও পুনর্বাসন সম্পাদক ও সিলেট জেলা জাসাসের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জয়নাল আহমেদ রানু, জেলা বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক ও সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম, জেলা জাসাসের যুগ্ম-আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী, জহির চৌধুরী, সি এম আরিফ আব্দুল্লাহ, মনসুর আহমেদ রুমেল, সাইদ মেহদি সাদি।

এ সময় মহানগর জাসাস নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব রাসেল আহমদ রানা, যুগ্ম-আহ্বায়ক ইফতেখার আহমদ বিপুল, হারুনুর রশীদ, শাহজাহান চৌধুরী, ফিরোজ আহমদসহ উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতারা।