বগুড়ার কাহালুতে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। বগুড়ার কাহালু উপজেলার লোহাজাল গ্রামে গত ৬ নভেম্বর সন্ধ্যায়, ওই গ্রামের আব্দুল ওয়াহেদ মন্ডল (৬০) শিশুটিকে ধর্ষণ করে। একই গ্রামের এক দিনমজুরের পাঁচ বছর বয়সের শিশুকন্যাটি বাড়ির পার্শ্বে খেলা করার সময় আব্দুল ওয়াহেদ মণ্ডল তাকে টিভি দেখানোর প্রলোভন দিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির মা কান্নার শব্দ শুনে সেখানে গেলে লম্পট আব্দুল ওয়াহেদ দ্রুত সটকে পড়ে। পরে বিষয়টি মীমাংসার কথা বলে একটি মহল ধামাচাপা দেয়ার চেষ্টা করে।
এদিকে শিশুকন্যাটি গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়। শিশুটির বাবা জানান, এ ব্যাপারে আমি আইনের আশ্রয় নিতে চাইলে স্থানীয় একটি মহল আমার পরিবারকে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করায় মামলা দিতে বিলম্ব হয়। ওসি নিতাই চন্দ্র সরকার নিশ্চিত করেন।



