অভিমত

আলোকিত অন্ধকার

আলোকিত অন্ধকার

ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন শিক্ষকরা উপদেশ দিতেন— আলোকিত মানুষ হও। আলোকিত মানুষ সত্যিই সমাজের অন্ধকার দূর করে এমন বদ্ধমূল ধারণা মনের মধ্যে লালন করতাম।

আকাশযুদ্ধের ইতিবৃত্ত

আকাশযুদ্ধের ইতিবৃত্ত

আজকের আকাশযুদ্ধ সমরাস্ত্রের প্রগতি সূক্ষ্মতার উচ্চতায় উঠতে চেয়েছে; শল্য সূক্ষ্মতার মাপকাঠিতে উত্তীর্ণ হতে চেয়েছে অথচ ঝাঁকে ঝাঁকে প্রেরিত পাখি নিক্ষিপ্ত অতিক্ষুদ্র কঙ্কর ধ্বংসযজ্ঞ যেমন ছিল সুতীব্র, তেমনি নির্ভুলতায় ছিল স্নায়ু-শল্য-সূক্ষ্ম। যদিও ঐশ্বরিক বিমানবাহিনীর সূক্ষ্মতা কখনো স্পর্শ করতে পারবে না মানবীয় নিশানা, তবু ভবিষ্যতের আকাশ হতে ভূমিতে নিক্ষিপ্ত সমরাস্ত্রে সেটি শিক্ষণীয়।

উৎসবের ছায়ায় সমাজ সংস্কৃতি ও অর্থনীতি

উৎসবের ছায়ায় সমাজ সংস্কৃতি ও অর্থনীতি

প্রতি বছর আশ্বিন মাসে যখন ঢাকের শব্দে মুখরিত হয় নগর ও গ্রাম, তখন তার ছায়ায় ফুটে ওঠে আমাদের সমাজের বহুস্তরীয় বাস্তবতা।