অভিমত
একটি নীরব পরিবেশগত মহামারির সুদূরপ্রসারী পরিণতি
একটি একলিটার প্লাস্টিকের বোতল তৈরি করতে প্রায় ২৫০ মিলিলিটার তেল, ৩ লিটার পানি এবং প্রচুর শক্তির প্রয়োজন হয়। এই প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণে গ্রিনহাউস গ্যাস (কার্বন ডাই-অক্সাইড, মিথেন) নিঃসরণ হয় যা বৈশ্বিক উষ্ণায়নকে ত্বরান্বিত করে।
জালিমের শাসন ও নিয়তি নির্ধারিত পথ
আল্লাহ জালিমদের শক্তিকে মাকড়সার জালের সাথে তুলনা করেছেন। কারণ মাকড়সার জাল সবচেয়ে দুর্বলতম জাল। অথচ মাকড়সা ভাবে, সে সবচেয়ে শক্তিশালী দুর্গ তৈরি করেছে। তাই আল্লাহ বলেন- ‘তাদের দৃষ্টান্ত মাকড়সার মতো, যে নিজের জন্য ঘর বানায়, আর নিশ্চয় সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর যদি তারা জানত।’ (সূরা আনকাবুত-৪১) অর্থাৎ আল্লাহর হুকুম এলে জালিম শাসকের মসনদ তাসের ঘরের মতো ভেঙে খান খান হয়ে পড়ে। শেখ হাসিনার লৌহকঠিন শাসনের অবসান দেখে কি তা মনে হয় না।