বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা মো: আইয়ুব আলীর প্রতি এ রাষ্ট্রীয় সম্মাননা জাতির গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতিফলন। দেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Chuadanga
বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন |নয়া দিগন্ত

মুক্তিযুদ্ধের বীর সন্তান চুয়াডাঙ্গা জীবননগরের মো: আইয়ুব আলী মৃত্যুবরণ করেছেন। পরে তাকে রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে গার্ড অব অনার প্রদান শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শনিবার দুপুরে জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামে তার জানাজা ও রাষ্ট্রীয় সালামি প্রদান অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয় এ মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে জীবননগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। গার্ড অব অনার প্রদানের দায়িত্ব পালন ও তত্ত্বাবধান করেন জীবননগর থানা পুলিশের ওসি (অপারেশন) মো: আতিয়ার রহমান।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কমিউনিটির পক্ষে নেতৃত্ব দেন জীবননগর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: দলিল উদ্দিন। এ সময় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তুজা, উম্বত আলী, সুজ্জাত হোসেন, মজিবুর রহমান ও আশরাফ উদ্দিনসহ আরো অসংখ্য মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

এছাড়া ৩ নম্বর বাঁকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও সমাজসেবীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন।

রাষ্ট্রীয় সালামি প্রদানের পর শোকাবহ পরিবেশে মরহুমের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে জাতির শ্রেষ্ঠ এ সন্তানকে গার্ড অব অনারের মাধ্যমে সর্বশেষ বিদায় জানান প্রশাসনসহ মুক্তিযোদ্ধা কমিউনিটি ও এলাকাবাসী।

স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধারা জানান, বীর মুক্তিযোদ্ধা মো: আইয়ুব আলীর প্রতি এ রাষ্ট্রীয় সম্মাননা জাতির গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতিফলন। দেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

এদিকে মরহুমের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপস্থিত সবাই।