তারেক রহমানকে জাতীয় আইনজীবী সমিতির অভিনন্দন

জুলাই বিপ্লবের বীর শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জাতি আজ তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। দলমতের ঊর্ধ্বে থেকে জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে তিনি একটি শোষণমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবেন বলে আইনজীবীরা দৃঢ় বিশ্বাস পোষণ করেন।

নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান |ইন্টারনেট

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি। একই সাথে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় স্থাপনের সিদ্ধান্তকে বিচার বিভাগের স্বাধীনতার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।

গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সিনিয়র অ্যাডভোকেট শাহ মো: খসরুজ্জামান এই অভিনন্দন জানান।

তিনি বলেন, জুলাই বিপ্লবের বীর শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জাতি আজ তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। দলমতের ঊর্ধ্বে থেকে জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে তিনি একটি শোষণমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবেন বলে আইনজীবীরা দৃঢ় বিশ্বাস পোষণ করেন।

বিবৃতিতে জানানো হয়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের প্রচেষ্টায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় স্থাপন করা হয়েছে। এটি আইনজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল। এই সিদ্ধান্তের মাধ্যমে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার পথ সুগম হয়েছে।

বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে প্রকৃত অর্থে স্বাধীন করার এই উদ্যোগকে ‘মহান ঐতিহাসিক ভূমিকা’ উল্লেখ করে বলা হয়, এর ফলে দেশে সুশাসন প্রতিষ্ঠার পথ রুদ্ধ করার সব বাধা দূর হবে।

বার্তা প্রেরক ও সমিতির ডেপুটি সেক্রেটারি জেনারেল শহীত আলজিন্নাহ স্বাক্ষরিত এই বিবৃতিতে আরো বলা হয়, বর্তমান সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে দেশকে শান্তির পথে এগিয়ে নিতে সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।