৯০৩ কোটি ৬৭ লাখ দুই হাজার ৬২১ টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিশনের মহাপরিচালক মো: আক্তার হোসেন।
দুদক জানায়, অভিযুক্তরা ভুয়া সিভিল ওয়ার্কস কন্টাক্ট এগ্রিমেন্ট দাখিলের মাধ্যমে ছয় শ’ কোটি টাকা ঋণ অনুমোদন ও উত্তোলন করেন। পরবর্তীতে ঋণের অর্থ নগদ, পে-অর্ডার ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে আত্মসাৎ করা হয়। পাশাপাশি ঋণ অনাদায়ী থাকায় ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুদ ও অন্যান্য চার্জ বাবদ আরো ৩০৩ কোটি ৬৭ লাখ দুই হাজার ৬২১ টাকা আর্থিক ক্ষতি হয়। ফলে সর্বমোট আত্মসাতের পরিমাণ দাঁড়ায় ৯০৩ কোটি ৬৭ লাখ দুই হাজার ৬২১ টাকা।
এ ঘটনায় দুদকের উপপরিচালক জি এম আহসানুল কবীর মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় দায়ের করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ভুয়া চুক্তি ও নথিপত্র ব্যবহার করে ঋণ গ্রহণ ও অর্থ আত্মসাৎ করেন।
মামলার অভিযুক্তদের মধ্যে রয়েছেন ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জালাল খান মজলিশ ও পরিচালক খাদিজা আক্তার, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সাবেক পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ঠিকাদারি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক ও পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন পর্যবেক্ষক, যিনি বর্তমানে ডেপুটি গভর্নরের দায়িত্বে রয়েছেন।
সূত্র : বাসস



