বিশেষ সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আগামীকাল বৃহস্পতিবার থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এটি হবে বর্তমান ইসির দ্বিতীয় রাজনৈতিক সংলাপের আয়োজন। এর আগে ২৮ সেপ্টেম্বর প্রথম সংলাপ করে তারা। সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে দলগুলোর সাথে সংলাপে আলোচনা হবে। ইসি সচিব আখতার আহমেদ বলেন, বৃহস্পতিবার থেকে এই সংলাপ শুরু হচ্ছে।
রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে গতকাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইসি সচিব সংলাপের এই তথ্য জানান। উল্লেখ্য, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি। ইতোমধ্যে ভোট প্রস্তুতির কাজ শেষ করে এনেছে। অংশীজনের মধ্যে নির্বাচন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নারী নেত্রী, গণমাধ্যমসহ নানা শ্রেণী-পেশার সাথে সংলাপ করেছে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, আগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু হবে। এ নিয়ে আমরা পরিকল্পনা করছি। এ মাসের মধ্যে দলগুলোর সাথে দলের মতবিনিময় কার্যক্রমটা শেষ করতে চাই, যাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়। তিনি বলেন, শেষ ধাপে এসে রাজনৈতিক দলের সাথে সংলাপে বসছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), আচরণবিধিসহ সুষ্ঠু নির্বাচনের বিষয়েই দলগুলোর সাথে এ সংলাপ করা হচ্ছে বলে সচিব জানান। জানা গেছে, বর্তমানে ৫৩টি নিবন্ধিত দল রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটি দলের নিবন্ধন বাতিল রয়েছে। নতুন তিনটি দলের নিবন্ধন ১২ নভেম্বর চূড়ান্ত হবে।
আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের নিবন্ধন বাতিলের দাবি নিয়ে কয়েকটি দল সোচ্চার রয়েছে। এ ছাড়া জাতীয় পার্টির প্রতীক ও দলের বিভক্তি নিয়ে ইসিতে দুই-একটি পক্ষের আবেদন রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনও তাদের আলোচনায় ডাকেনি জাতীয় পার্টিকে। এমন পরিস্থিতিতে জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কি না জানতে চাইলে ‘বিষয়টি এড়িয়ে গিয়ে’ ইসি সচিব আখতার আহমেদ বলেন, কাদেরকে কাদেরকে ডাকব এখনো ঠিক করিনি। আলোচনা করে আমরা এটির ব্যাপারে সিদ্ধান্ত নেবো। কাদেরকে ডাকা হবে আপনারা ধাপে ধাপে জানতে পারবেন।
জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে দাবিদার দুই পক্ষের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত বা নিষ্পত্তি হয়েছে কি না এ প্রশ্নে ইসি সচিব সাংবাদিকদের বলেন, এখনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানানো হবে।
বাগেরহাটের আসন পুনর্বহাল নিয়ে আদালতের আদেশের কপি এখনো নির্বাচন কমিশন হাতে পায়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আমরা এখনো সার্টিফাইড কপি পাইনি। রায়ের কপি হাতে পেলে ইসি পর্যালোচনা করে আপিল করা হবে কি হবে না- পরবর্তী করণীয় ঠিক হবে।
সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে সংক্ষুব্ধদের প্রায় ৩০টির বেশি আবেদন আদালতে গড়িয়েছে। এসবের মীমাংসায় বিলম্ব ঘটলে তফসিলে প্রভাব পড়বে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, প্রভাব পড়তে পারে। সচিব বলেন, দাবি-আপত্তি শেষে সংসদীয় আসনের পুনর্নির্ধারিত চূড়ান্ত সীমানা নিয়ে আদালতে প্রশ্ন তোলার অবকাশ নেই। তবুও রায়ের পর্যবেক্ষণ না দেখে কোনো মন্তব্য করা ঠিক হবে না।
প্রথম দিনে নিবন্ধিত ১২ দলকে আমন্ত্রণ : সংলাপের প্রথম দিনে নিবন্ধিত ১২টি দল আমন্ত্রণ পেয়েছে। সকাল ও বিকালের পর্বে ছয়টি করে দলকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। দলগুলো হলো, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের সাথে বসবে ইসি।
ইসির অনুমোদনের পর প্রথম দিন ১২টি দলকে সংলাপে ডাকা হয়েছে। গতকাল সন্ধ্যায় বিশেষ বাহক মারফত দলের প্রধানের কাছে সংলাপের চিঠি পাঠানো হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে। পাশাপাশি দলের দায়িত্বশীল ব্যক্তির সাথে যোগাযোগ করছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সংলাপে সংশ্লিষ্ট দলের সর্বোচ্চ তিনজন করে প্রতিনিধিকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো: আশাদুল হক বলেন, বৃহস্পতিবার সকাল ১০ থেকে ১২টায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সংলাপে বসবে।
আর বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের সাথে বসবে ইসি।


