উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র। প্রতিনিয়তই সেখানে সেবা নেয়ার জন্য মানুষের সমাগম থাকে। সেই তুলনায় ডাক্তার, নার্স ও চিকিৎসা সরঞ্জামের অভাব সবসময় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দেখা যায়। স্বাস্থ্যসেবা প্রার্থীরা তাই নির্বিঘ্ন সেবা পান না।
একটি সহযোগী দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সঙ্কটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি হাজারে দু’জন চিকিৎসক প্রয়োজন। বোয়ালমারী উপজেলার দুই লাখ ৫৬ হাজার মানুষের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আছেন মাত্র ১০ জন। অর্থাৎ ২৫ হাজার ৬০০ জনের জন্য চিকিৎসক কর্মরত আছেন মাত্র একজন।
স্বাস্থ্য কমপ্লেক্সটিতে মঞ্জুরীকৃত পদের সংখ্যা ১৭৮। কর্মরত আছেন ১০২ জন। শূন্যপদের সংখ্যা ৭৬। সে ক্ষেত্রে মোট জনবলের ৪৩ শতাংশই শূন্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম শ্রেণীর পদের সংখ্যা ৩০। ১৬টি পদ শূন্য। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে মঞ্জুরীকৃত ৪২ পদের বিপরীতে ১১ পদ শূন্য। তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে ৭৭ পদের বিপরীতে ৩৩ পদ শূন্য। চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে ২৯ পদের স্থলে কর্মরত আছেন মাত্র ১৩ জন।
একটি পৌরসভাসহ ১০টি ইউনিয়নের আড়াই লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটি ২০০৬ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়। ২০২২ সালে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিলেও ১০০ শয্যার সুযোগ-সুবিধা নিশ্চিত হয়নি। বোয়ালমারী উপজেলার উল্লিখিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার জন্য একমাত্র সরকারি চিকিৎসাকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালে শুধু বোয়ালমারীর মানুষই নয়, পাশের উপজেলা আলফাডাঙ্গা, মধুখালী, কাশিয়ানি, সালথা থেকেও মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। অথচ চিকিৎসক সঙ্কটের কারণে তাদের স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল হাসান বলেছেন, জনবল সঙ্কটে সেবা দিতে হিমশিম খাচ্ছি। আউটডোরে একজন চিকিৎসককে প্রতিদিন গড়ে ২০০ রোগী দেখতে হচ্ছে। জনবল সঙ্কটে বহির্বিভাগ, আন্তঃবিভাগ ও জরুরি বিভাগে সার্বক্ষণিক সেবা কার্যক্রম পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে স্বাস্থ্য অধিদফতর বোয়ালমারীর এই হাসপাতালের কোনো খবর রাখে না। একটি হাসপাতালে বছরের পর বছর জনবল সঙ্কটের কারণে জনসাধারণের চিকিৎসাসেবা এভাবে ব্যাহত হতে পারে না।
বাংলাদেশের স্বাস্থ্যসেবার কিছুটা উন্নতি ঘটেছে সত্য। কিন্তু সার্বিকভাবে সরকারি স্বাস্থ্যসেবা মানুষের কাঙ্ক্ষিত মানে পৌঁছানো যায়নি। এ ক্ষেত্রে যেসব সীমাদ্ধতা রয়েছে তার মধ্যে অন্যতম লোকবল সঙ্কট। হাসপাতালের লোকবল সঙ্কট সমস্যা দূর করতে স্বাস্থ্য অধিদফতরকে সক্রিয় হতে হবে।
আমরা মনে করি, সরকার বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সঙ্কটের দ্রুত সমাধান করে মানুষের নির্বিঘ্ন স্বাস্থ্যসেবা পাওয়ার পথ সুগম করবে।



