ভ্রমণ
অতিথি পাখির কলকাকলিতে মুখরিত চর বিজয়
কুয়াকাটা-সংলগ্ন চর বিজয়ে শীতকালে দূরদূরান্ত থেকে আগত লাখ লাখ অতিথি পাখির আগমনে দ্বীপটি মুখরিত; পর্যটকরা এ নান্দনিক দৃশ্য উপভোগ করছেন এবং বনবিভাগ ও স্থানীয় সংগঠন বনায়ন ও সংরক্ষণে কাজ করছে।
সোমবার থেকে সেন্টমার্টিনে রাত্রিযাপনের সুযোগ
১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে এবং দুই মাস রাত্রিযাপনের সুযোগ মিলবে, তবে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক ভ্রমণ করতে পারবেন এবং ১২ নির্দেশনা কঠোরভাবে মানতে হবে।
হিমালয়ের ৩ শিখরে লাল-সবুজের পতাকা হাতে বিকাশ বর্মণ
বিকাশ বর্মণ বাংলাদেশে প্রথমবার একই অভিযানে নেপালের তিন ৬ হাজার মিটার শৃঙ্গ- লবুচে ইস্ট, আইল্যান্ড পিক ও মেরা পিক অভিযান সম্পন্ন করে লাল-সবুজ পতাকা উত্তোলন করেছেন।
বোটানিক্যাল গার্ডেনে প্রবেশে ই-টিকেটিং চালু
বোটানিক্যাল গার্ডেনে দর্শনার্থীদের জন্য ই-টিকেটিং চালু হয়েছে; এখন অনলাইনে কিউআর কোড সম্বলিত টিকেট সংগ্রহ করা যাবে, যা সময় বাঁচাবে ও টিকেট ব্যবস্থায় স্বচ্ছতা আনবে।
নেপালের হিমলুং হিমাল শৃঙ্গে অস্ট্রেলিয়ান পর্বতারোহীর মৃত্যু
নেপালের ৭ হাজার ১২৬ মিটার উঁচু হিমলুং হিমাল শৃঙ্গে আরোহণের সময় অসুস্থ হয়ে অস্ট্রেলিয়ান পর্বতারোহী চিন-তারক চান (৪৯) মারা গেছেন।
কাল থেকে সেন্টমার্টিনে ভিড়বে পর্যটকবাহী জাহাজ
নয় মাস বন্ধের পর ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য খুলছে, দিনে সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবেশ করতে পারবেন এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের ১২টি নির্দেশনা মানতে হবে।













