১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর আরকে মিশন রোড এলাকায় বিনামূল্যে হৃদরোগ চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
কার্ডিয়াক সার্জন ডা. মুহাম্মদ আলী ভূঁইয়া এবং সহকারী অধ্যাপক ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. ফৌজিয়া খান এ চিকিৎসা ক্যাম্পটির আয়োজন করেন।
স্বেচ্ছাভিত্তির এই চিকিৎসা কার্যক্রমে অর্ধ শতাধিক হৃদরোগী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা সেবাগ্রহণ করেছেন। চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি হৃদরোগ প্রতিরোধে করণীয় সম্বন্ধে উপস্থিত রোগী ও রোগীর স্বজনদের সচেনতন করা হয়েছে। বিশেষ করে কী কী খাবার খেলে হৃদরোগ হয়, সে সম্বন্ধে অবহিত করা হয়। একইসাথে নিয়ম করে শারীরিক ব্যায়াম করার পরামর্শও দেয়া হয়েছে।
সপ্তাহে কমপক্ষে ৫ দিন আধা ঘণ্টা করে ব্যায়াম করার পরামর্শ দেন এবং সব ধরনের তামাক জাতীয় দ্রব্য পরিহার করে চলার আহ্বান জানান তারা।
উদ্যোগটি স্থানীয় জনগণের মধ্যে সাড়া ফেলে। বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. মোহাম্মদ আলী ও ডা. ফৌজিয়া খান।



