অরোরা স্পেশালাইজড হাসপিটালের সাথে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে চিকিৎসা বিষয়ক মধ্যে স্বাস্থ্যচুক্তি হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) হাসপাতালের বোর্ড রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির আওতায় আল-আরাফাহ্ ব্যাংকের বোর্ড মেম্বার, ডিরেক্টর, কমকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্য এবং ডেবিট ও ক্রেডিটকার্ডধারীরা অরোরা স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন ধরনের সেবায় কর্পোরেট ডিসকাউন্ট সুবিধা পাবেন।
চুক্তিপত্রে অরোরা স্পেশালাইজড হাসপিটালের পক্ষে স্বাক্ষর করেন ভাস্কুলার নিউরো-সার্জারি বিভাগের কনসালটেন্ট সহযোগী অধ্যাপক ডা: সামসুল আলম, অর্থোপেডিক্স ও ট্রমা সার্জারি বিভাগের কনসালটেন্ট সহযোগী অধ্যাপক ডা: মিজানুর রহমান, মেডিসিন ও রিডমাটোলজি বিভাগের কনসালটেন্ট সহযোগী অধ্যাপক ডা: নাহিদুজ্জামান সাজ্জাদ এবং নিউরো-সার্জারি বিভাগের অধ্যাপক কনসালটেন্ট ডা: মো: মাহফুজুর রহমান।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: আব্দুল্লাহ আল মামুন, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের এসএভিপি মো: এমদাদুল হক এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাজমুল হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন হসপিটালের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম রাকীব, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি ম্যানেজার মিরাজুল ইসলাম মিরাজ ও করপোরেট মার্কেটিং বিভাগের প্রধান নাজমুল হুদা।
প্রোগ্রাম বাস্তবায়নে অরোরা স্পেশালইজড হসপিটালের এক্সিকিউটিভদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন আব্দুল্লাহ আল মামুন, সাজ্জাদ বিন সাত্তার, মনিরুজ্জামান সবুজ ও জাকির হোসাইন মুন্না প্রমুখ।
উল্লেখ্য, রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালাইজড হাসপিটাল গুণগত মান অক্ষুণ্ণ রেখে ইতোমধ্যে আইএসও ৯০০১ সনদ পেয়েছে।



