পুরুষ ও নারীর মুত্রথলির সব ধরনের অত্যাধুনিক চিকিৎসা বাংলাদেশেই হচ্ছে। স্নায়বিক সমস্যার কারণে মুত্র ধরে রাখতে না পারা এবং অপারেশন করে সুস্থ করে দেয়ার জন্য বাংলাদেশের সরকারি ও বেসরকারি বড় হাসপাতালগুলোতে রয়েছে প্রয়োজনীয় সংখ্যক সার্জন।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজের নতুন ট্রেনিং কমপ্লেক্সে ইউরো ডাইনামিক স্টাডি অ্যান্ড মিনিমালি ইনভেসিভ সার্জারি ফর বিইপি শীর্ষক কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালাটি আয়োজন করে বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব ইউরোলজিকেল সার্জনস (বিএইউএস)। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান বিএনইউএস’র সভাপতি অধ্যাপক ডা: মো: শফিকুর রহমান। সমাপনী বক্তব্য রাখেন বিএনইউএস’র সদস্য সচিব অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস। সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. এম এ সালাম। প্যানেলিস্ট ছিলেন অধ্যাপক ডা: জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা: মো: শফিকুর রহমান, অধ্যাপক ডা: সৈয়দ আলফেসানী।
এতে ইউরো ডাইনামিক স্টাডির ওপর বৈজ্ঞানিক সেশনে বক্তব্য রাখেন লন্ডনের বার্টস হেলথ এনএইচ স্ট্রাস্টের ইউরোলজিকেল সার্জন ডা: শাফি চৌধুরী। তিনি ইউরোলজি ফর প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার লিড ফ্যাকাল্টি।
কর্মশালায় ইউরোলজির রেডিসডেন্ট এবং তরুণ ইউলোরজিস্টসহ দুই শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন।
মুত্রথলির স্নায়ুজনিত দুর্বলতার কারণে স্বাভাবিক প্রস্রাব না হলে যে ধরনের চিকিৎসা লাগে সেগুলো চিকিৎসকদের সামনে তুলে ধরেন।
নিউরোলজিকেল প্রশ্রাব সমস্যায় বাংলাদেশে যেসব চিকিৎসা ও অস্ত্রোপচার আছে সেগুলোসহ বিশ্বের সর্বশেষ উন্নত প্রযুক্তির চিকিৎসা নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশে টারপ অস্ত্রোপচারকে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়। এটা অত্যাধুনিক ইউরো ডাইনামিক মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনটিও সরকারি ও বেসরকারি পর্যায়ে আছে এবং প্রচুর অস্ত্রোপচার হচ্ছে। মুত্র সম্পর্কিত আরো যেসব অস্ত্রোপচার রয়েছে সেগুলো হলো লেজার ও রবোটিক সার্জারি। এটা নিয়েও গতকাল আলোচনা করা হয়।



