ইসরাইলকে আরব লীগ সম্মেলন থেকে দেয়া হবে কঠোর বার্তা

কাতারে এভাবে জরুরি বৈঠকে বসা এই বার্তা দেয় যে আরব ও মুসলিম বিশ্ব এমন অপ্রত্যাশিত উগ্র মনোভাবকে কঠোরভাবে প্রত্যাখ্যান করছে এবং তারা কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এক কাতারে দাঁড়াতেও প্রস্তুত।

নয়া দিগন্ত অনলাইন
হামাস নেতাদের হত্যা করা গাজা যুদ্ধের অবসানের পথ: নেতানিয়াহু
হামাস নেতাদের হত্যা করা গাজা যুদ্ধের অবসানের পথ: নেতানিয়াহু |আল জাজিরা

ইসরাইলকে আরব লীগ সম্মেলন থেকে কঠোর বার্তা দেয়া হবে বলে জানিয়েছেন আরব লীগ মহাসচিবের মুখপাত্র জামাল রুশদি।

রোববার (১৪ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল সোমবার কাতারের রাজধানী দোহায় আরব লীগের জরুরি সভা অনুষ্ঠিত হবে। সেখানে ইসরাইলি আগ্রাসনের মোকাবেলায় কাতারের প্রতি পূর্ণ সংহতি প্রদর্শন করা হবে। গত মঙ্গলবার দখলদার বাহিনী দোহায় হামাসের রাজনৈতিক শাখার সিনিয়র নেতৃবৃন্দের উপর হামলার পরিপ্রেক্ষিতে এই বৈঠকটি ডাকা হয়।

রুশদি বলেন, কাতারে এভাবে জরুরি বৈঠকে বসা এই বার্তায় দেয় যে আরব ও মুসলিম বিশ্ব এমন অপ্রত্যাশিত উগ্র মনোভাবকে কঠোরভাবে প্রত্যাখ্যান করছে এবং তারা কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এক কাতারে দাঁড়াতে প্রস্তুত।

তিনি আরো বলেন, কাতারে অবস্থানরত হামাস নেতৃবৃন্দের উপর হামলা করে ইসরাইল আন্তর্জাতিক যুদ্ধনীতি লঙ্ঘন করেছে। কারণ, আন্তর্জাতিক যুদ্ধনীতিতে প্রতিনিধি দল কিংবা মধ্যস্ততাকারীদের ক্ষতি করার কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে এই পর্যন্ত ৬৪ হাজার ৮০৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১ লাখ ৬৪ হাজার ২৬৪ জন। এছাড়া ধ্বংসস্তুপের নিচে পড়ে নিখোঁজ রয়েছে আরো হাজার হাজার ফিলিস্তিনি।

এদিকে, এই যুদ্ধে ১ হাজার ১৩৯ ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া অন্তত ২০০ জন হামাসের হাতে বন্দী হয়েছে।

সূত্র : আল জাজিরা