স্কাউটসের প্রধান জাতীয় কমিশনারকে রূপালী ব্যাংকের শুভেচ্ছা

নয়া দিগন্ত অনলাইন
স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার এবিএম আব্দুস সাত্তারকে রূপালী ব্যাংকের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়
স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার এবিএম আব্দুস সাত্তারকে রূপালী ব্যাংকের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় |সংগৃহীত

রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক ও পর্ষদীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার সম্প্রতি বাংলাদেশ স্কাউটস-এর প্রধান জাতীয় কমিশনার হিসেবে মনোনীত হয়েছেন।

এ উপলক্ষে রোববার (১২ অক্টোবর) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে পর্ষদের সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় ব্যাংকের পরিচালক সোয়ায়েব আহমেদ, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, এ এইচ এম মঈন উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি