আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে ঢাকার কেরাণীগঞ্জের চুনকুটিয়ায় রূপালী ব্যাংক পিএলসি’র ৩৬তম উপশাখা হিসেবে চুনকুটিয়া উপশাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এ শাখার উদ্বোধন করা হয়।
রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিনজিরা শাখার নিয়ন্ত্রণাধীন উপশাখাটির উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাঈন মইন।
এছাড়াও কেরাণীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো: আলী হোসেন, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম হোসেন, রূপালী ব্যাংক ঢাকা দক্ষিণ-পশ্চিমের জোনাল ম্যানেজার মো: আব্দুল কাদের জিলানী, জিনজিরা শাখার ব্যবস্থাপক শেখর মন্ডল ও চুনকুটিয়া উপশাখা প্রধান মো: কামরুল হকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া করেন মো: মনিরুল ইসলাম শরীয়তপুরী।