রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা এখন থেকে পারফরম্যান্সের ভিত্তিতে প্রতিবছর সর্বাধিক তিনটি প্রণোদনা বোনাস পাবেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে।
এতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কর্মচারীদের প্রণোদনা দেয়ার ক্ষেত্রে এই নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
নতুন নির্দেশনায় বোনাসের হিসাব-নিকাশ করা হবে নিট মুনাফার ভিত্তিতে, অপারেটিং মুনাফার নয়।
সূত্র : বাসস