এআই ব্যবহারে সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

‘আর্থিক খাতে দায়িত্বশীল ও নিয়ন্ত্রিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে একটি সমন্বিত এআই নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে সাত সদস্যবিশিষ্ট একটি পেশাদার এআই টিম গঠন করা হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক |সংগৃহীত

আর্থিক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপদ ব্যবহার এবং এর নিয়ন্ত্রণ কাঠামো নিয়ে একটি সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি।

সেমিনারে জানানো হয়, আর্থিক খাতে দায়িত্বশীল ও নিয়ন্ত্রিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে একটি সমন্বিত এআই নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে সাত সদস্যবিশিষ্ট একটি পেশাদার এআই টিম গঠন করা হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির উদ্যোগে এ কে এন আহমেদ অডিটোরিয়ামে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা : আর্থিক সেবার পুনর্গঠন এবং এর নিয়ন্ত্রণ’ শীর্ষক এই সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক মো: হানিফ মিয়া। এতে সঞ্চালনা করেন একাডেমির অতিরিক্ত পরিচালক মো: মাসুদ রানা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। এছাড়াও আর্থিক খাতে এআই এডপটেশন বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির যুগ্ম পরিচালক (আইসিটি) মো: রেজাউল করিম।

সেমিনারে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বৈশ্বিক আর্থিক খাতে দ্রুত ও সুদূরপ্রসারী পরিবর্তন আনছে। ঝুঁকি ব্যবস্থাপনা, প্রতারণা শনাক্তকরণ, গ্রাহকসেবা, পণ্য উদ্ভাবন, সুপারভিশন ও কমপ্লায়েন্সসহ প্রায় সব ক্ষেত্রে এআই নতুন দক্ষতা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। একইসাথে এর দায়িত্বশীল, নৈতিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে কার্যকর নিয়ন্ত্রক কাঠামো ও নীতিমালার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক মো: হানিফ মিয়া বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা একটি শক্তিশালী মাধ্যম। সঠিক নীতি, দায়িত্বশীল ব্যবহার এবং কার্যকর তদারকির মাধ্যমে এই প্রযুক্তি বাংলাদেশের আর্থিক খাতকে আরো অন্তর্ভুক্তিমূলক, দক্ষ এবং স্থিতিশীল করতে পারে।’

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক তুলে ধরেন এবং আর্থিক খাতের জন্য একটি কার্যকর এআই কৌশল কেমন হওয়া উচিত— তার একটি সুস্পষ্ট রূপরেখা উপস্থাপন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন বলেন, ‘এআই বিষয়ক নীতিমালা কার্যকর করতে নিয়ন্ত্রক সংস্থা, প্রযুক্তি ব্যবহারকারী এবং গবেষকদের মধ্যে একটি অর্থবহ ও কাঠামোবদ্ধ মেলবন্ধন অপরিহার্য। এই সমন্বয়ের মাধ্যমে এআই সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন আরো কার্যকরী হবে।’

প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (আইসিটি) মোহাম্মদ জাকির হাসান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মো: মাহবুব করিম এবং রিভ গ্রুপের সিইও এম রেজাউল হাসান।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ‘এআই মেশিন লার্নিং লার্জ ল্যাঙগুয়েজ মডেল’ বাস্তবায়ন টিমের সদস্য এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আইটি প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বাসস