রূপালী ব্যাংক পিএলসির ফরিদপুর বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো: আবুল হাসান ৭ জানুয়ারি ২০২৫ তারিখে বনানী সৈনিক ক্লাব রেলক্রসিংয়ে দুর্ঘটনায় সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
তার আরোগ্য ও সুস্থতা কামনায় রোববার ব্যাংকের দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম উপস্থিত থেকে তার সুস্থতা কামনায় দোয়া করেন।
এ সময় উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো: হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
এছাড়াও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো: মাইনুদ্দিন মাসুদ, মো: নোমান মিয়া ও সালামুন নেছাসহ ব্যাংকের কর্মকর্তারা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।



