রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে আগস্ট ২০২৫ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা ’ অনুষ্ঠিত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা
রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা |নয়া দিগন্ত

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে আগস্ট ২০২৫ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা ’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) মতিঝিলস্থ রূপালী ব‍্যাংক ট্রেনিং একাডেমির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক আগস্ট ২০২৫ পর্যন্ত অর্জিত সাফল্য, চ্যালেঞ্জ এবং কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া তিনি কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। ব‍্যবস্থাপনা পরিচালক খেলাপী ঋণ আদায়ে সর্বাধিক গুরুত্বারোপ করেন।

বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর কর্তৃক আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপব‍্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম। এ সময় প্রধান কার্যালয়ের মহাব‍্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী,আরবিটিএ'র প্রিন্সিপাল মো: নোমান মিয়া, আদায় বিভাগের উপ-মহাব‍্যবস্থাপক মো: মাহমুদুল ইসলামসহ বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, শাখা ব্যবস্থাপক ও উপ-শাখার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।