কৃষি সম্প্রসারণ অধিদফতরে নতুন ডিজি আব্দুর রহিম

মো: আব্দুর রহিম ডিএই’র উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
মো: আব্দুর রহিম
মো: আব্দুর রহিম |ছবি : নয়া দিগন্ত

কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো: আব্দুর রহিম।

বিসিএস (কৃষি) ক্যাডারের ১৩তম ব্যাচের এই কর্মকর্তাকে ডিজির রুটিন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কৃষি মন্ত্রণালয়।

মো: আব্দুর রহিম ডিএই’র উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখার উপ-সচিব মুহাম্মদ শহিদ উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়।

ডিএই’র এস এম সোহরাব উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন আব্দুর রহিম। মহাপরিচালক হিসেবে মঙ্গলবার তিনি অবসরোত্তর ছুটিতে যান তিনি।