সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব বলেছেন, ‘স্বাধীন বিচার বিভাগই পারে সংবিধানে থাকা জনগণের মৌলিক অধিকারসমূহ নিশ্চিত করতে।’
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত হতে হবে।
এ সময় জনসাধারণের কাছে বিচারিক সেবা প্রদানের জন্য প্রধান বিচারপতির প্রস্তাবিত আইনি সংস্কার বিষয়ে রোডম্যাপ বাস্তবায়নে ‘ল’ রিপোর্টার্স ফোরামকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথিরা বাংলাদেশের বিচারব্যবস্থার স্বাধীনতা এবং নিরপেক্ষতা সমুন্নত রাখতে প্রস্তাবিত আইনি সংস্কার সংক্রান্ত রোডম্যাপ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিকল্পে ইউএনডিপি এবং সুইডেন অ্যাম্বাসি একযোগে কাজ করছে বলে জানান এ বিচারপতি।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও ল’রিপোর্টার্স ফোরাম যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। এতে সহযোগিতা করে সুইডিশ অ্যাম্বাসি ও ইউএনডিপি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনডিপি-বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফ্যান লেলার এবং সুইডেন দূতাবাসের হেড অব মিশন মারিয়া স্ট্রাইডসম্যান। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্নার সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালায় সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো: মোয়াজ্জেম হোসাইন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (এনআইএমসি) পরিচালক ড. মো: মারুফ নাওয়াজ, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং মোবাইল জার্নালিজম বিশেষজ্ঞ ড. কাবিল খান কর্মশালায় বক্তব্য দেন।
এ সময় এলআরএফের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন ছাড়াও ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস আব্দুল কাইয়ুম এবং এনআইএমসির পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মারুফ হোসেন উপস্থিত ছিলেন।