ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলার দু’টি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সাথে যুক্ত করায় হাইকোর্টে রিট করা হয়েছে।
ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়ন দু’টিকে ফরিদপুর-২ আসনের নগকান্দা উপজেলার সাথে যুক্ত করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে আজ মঙ্গলবার রিটটি দাখিল করা হয়।
রিটটি করেন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো: মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন।
ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব আদালতে রিটের পক্ষে ছিলেন।
এর আগে নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন বাতিল করার জন্য লিগ্যাল নোটিশ দেয়া হয়। কিন্তু সেই নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট করা হয় বলে জানান রিটের পক্ষের আইনজীবী।
এদিকে, ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সাথে যুক্ত করার প্রতিবাদে কয়েক দিন ধরে ভাঙ্গায় বিক্ষোভ ও সড়ক অবরোধ চলছে।