আন্দোলনকারীদের ওপর গুলি, বিজিবি ও পুলিশের ৪ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুলকে তখন আন্দোলনকারীদের লক্ষ্য করে সামরিক রাইফেল থেকে সরাসরি গুলি ছুঁড়তে দেখা গিয়েছিল।

নয়া দিগন্ত অনলাইন

গত বছর জুলাই আন্দোলন চলাকালে ঢাকার রামপুরা এলাকায় গুলি চালিয়ে দুই ডজনেরও বেশি মানুষকে হত্যার অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার প্রসিকিউটর ফারুক আহাম্মদ আনুষ্ঠানিক ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করলে আদালত তা আমলে নিয়ে এই পরোয়ানা জারি করে।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিজিবির আরেক কর্মকর্তা মেজর রাফাত বিন আলম মুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো: রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান।

জুলাই আন্দোলন চলাকালে রামপুরা এলাকায় বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের দফায় দফায় সংঘর্ষ হয়। সে সময় আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলিবর্ষণ করেন পুলিশ ও বিজিবির সদস্যরা, যাদের প্রায় ২৮ জন প্রাণ হারান।

বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুলকে তখন আন্দোলনকারীদের লক্ষ্য করে সামরিক রাইফেল থেকে সরাসরি গুলি ছুঁড়তে দেখা গিয়েছিল।