ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলসহ ৪ জনকে অব্যাহিত

অব্যাহতি পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন—জুলফিকার আলম শিমুল। এছাড়া নিয়োগ বাতিল হওয়া তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ইব্রাহিম খলিল, মো: আইয়ুব আলী ও মো: মন্টু আলম।

নয়া দিগন্ত অনলাইন
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট |সংগৃহীত

সুপ্রিম কোর্টে রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করা একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সলিসিটর মো: মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার ১৯৭২-এর ৪(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ জুলফিকার আলম শিমুলের নিয়োগ আদেশ জনস্বার্থে বাতিলক্রমে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ওই দিন সলিসিটর মো: মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ বি এম ইব্রাহিম খলিল, মোহাম্মদ আইয়ুব আলী (আশরাফী) ও মো: মন্টু আলমের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ আদেশ বাতিলক্রমে তাদেরকে ওই পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বাসস