‘আইনের শাসন ও সাংবিধানিক ভারসাম্য রক্ষায় ব্যারিস্টার ইশতিয়াকের অবদান অনুপ্রেরণাদায়ক’

এ সভায় বক্তারা মাসদার হোসেন মামলার ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

নিজস্ব প্রতিবেদক
ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমদ
ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমদ |সংগৃহীত

‘আইনের শাসন ও সাংবিধানিক ভারসাম্য রক্ষায় বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমদের অবদান আজো প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণাদায়ী’ বলে মন্তব্য করেছেন আলোচনা সভার বক্তারা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের অডিটোরিয়ামে ইশতিয়াক সেন্টার আয়োজিত স্মরণ সভা ও বিশেষ আলোচনা অনুষ্ঠানের বক্তারা এ মন্তব্য করেন।

‘মাসদার হোসেন মামলা : ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমদের শেষ লড়াই এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক এ আলোচনা সভায় দেশের শীর্ষ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরা অংশ নেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ।

বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, প্রবীণ আইনজীবী প্রবীর নিয়োগী, নিহাদ কবির এবং মোস্তাফিজুর রহমান খান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংবিধান গবেষক ও আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট অরিফ খান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম।

এ সভায় বক্তারা মাসদার হোসেন মামলার ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

স্মরণ সভায় ব্যারিস্টার ইশতিয়াক আহমদের পেশাগত জীবন, নৈতিকতা ও আইনি সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।