চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানিতে বাদির ব্যক্তিগত উপস্থিতি চেয়ে সমন জারি করেছে আদালত। আগামী ২৫ আগস্ট বাদির উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে।
আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দীন এই আদেশ দেন।
শুনানির সময় মামলার বাদিপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো: রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, ‘চাঞ্চল্যকর এই মামলার বাদি ও নিহতের বাবা বয়সজনিত কারণে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। পরে আদালত বাদির উপস্থিতির জন্য সমন ইস্যু করেন। আগামী ২৫ আগস্ট বাদির উপস্থিতিতে শুনানির দিন ঠিক করেন।’
মামলার তদন্তকারী কর্মকর্তার দাখিল করা চার্জশিট অনুযায়ী এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত মোট আসামি ৪২ জন। এর মধ্যে এজাহারভুক্ত তিনজন ও তদন্তে প্রাপ্ত একজনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা।
এ মামলায় ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসসহ গ্রেফতার রয়েছেন ২০ জন। আর পলাতক রয়েছে ১৮ আসামি।
সূত্র : বিবিসি



