পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

‘অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান তার পদত্যাগপত্রে সাইন করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির কাছে সেই পদত্যাগপত্র পাঠিয়ে দেয়া হবে।’

নয়া দিগন্ত অনলাইন
মো: আসাদুজ্জামান
মো: আসাদুজ্জামান |সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: আসাদ উদ্দিন বলেন, ‘অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান স্যার তার পদত্যাগপত্রে সাইন করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির কাছে সেই পদত্যাগপত্র পাঠিয়ে দেয়া হবে।’

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো: আসাদুজ্জামান।

আসছে জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করবেন।

অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের আগে অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন।

ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়া গ্রামের ছেলে মো: আসাদুজ্জামান ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন।

১৯৯৫ সালে বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্ত হন। পরের বছর হাইকোর্ট বিভাগের আইনজীবী হন।

২০০৫ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের বাবা প্রখ্যাত আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন। বাসস