আ’লীগ নেতা সোবহানের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অভিযোগ সংশ্লিষ্ট মিসেস গুলশান আরা মিয়ার অর্জিত সম্পদের পরিমাণ, উৎস ও উৎসের যথার্থতা যাচাইয়ের জন্য দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
দুদক
দুদক |ইন্টারনেট

নির্ধারিত ও বর্ধিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে ব্যর্থ হওয়ায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান গোলাপের স্ত্রী মিসেস গুলশান আরা মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক মো: আক্তার হোসেন।

দুদক জানায়, অভিযোগ সংশ্লিষ্ট মিসেস গুলশান আরা মিয়ার অর্জিত সম্পদের পরিমাণ, উৎস ও উৎসের যথার্থতা যাচাইয়ের জন্য দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়। তাকে ১৫ এপ্রিল ২০২৫ তারিখে সম্পদ বিবরণী দাখিলের আদেশ প্রদান করা হয় এবং পরবর্তীতে ১ জুলাই সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়। পরে তিনি সময় বৃদ্ধির আবেদন করলে তা মঞ্জুর করে আরো ১৫ কার্যদিবস সময় বাড়ানো হয়। তবে বর্ধিত ২১ আগস্টের মধ্যেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।

নির্ধারিত ও বর্ধিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।

সূত্র : বাসস