এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তে ডিবি

মামলার আবেদনে বলা হয়, গত শনিবার ঢাকায় একটি অনুষ্ঠানে যুবদল নেতা নয়নের উদ্দেশে মানহানিকর বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

নয়া দিগন্ত অনলাইন
নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী |সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলার আবেদনের পর তা তদন্তে মহানগর গোয়েন্দা বা ডিবিকে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে এ মামলার আবেদন করা হয়।

সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইনের আদালতে মামলাটি করেন যুবদলের আরেক নেতা কাজী মুকিতুজ্জামান।

মামলার আবেদনে বলা হয়, গত শনিবার ঢাকায় একটি অনুষ্ঠানে যুবদল নেতা নয়নের উদ্দেশে মানহানিকর বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এজহারে বলা হয়, আসামির (নাসীরুদ্দীন পাটওয়ারীর) এ বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়। আসামির দেয়া মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্যের মাধ্যমে বিএনপি ও রবিউল ইসলাম নয়নের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।

পরে আদালত অভিযোগ আমলে নিয়ে ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। বিবিসি