রাজস্ব বোর্ডের কর্মকর্তা মোরশেদ-শিহাবুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের আবেদনে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মোরশেদ উদ্দীন খান ও শিহাবুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মোরশেদ-শিহাবুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মোরশেদ-শিহাবুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত |সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কর কমিশনার (সাময়িক বরখাস্ত) মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান ও উপ কর কমিশনার মো: শিহাবুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।

আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দু’টি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান ও শিহাবুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগ সংশ্লিষ্ট দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই কার্যক্রম চলমান রয়েছে। মোরশেদ উদ্দীন খান ও শিহাবুল ইসলাম বিদেশে পালিয়ে গেলে যাচাই/অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অনুসন্ধান বা যাচাই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান ও শিহাবুল ইসলাম বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

সূত্র : বাসস