আটাব কার্যনির্বাহী কমিটি বাতিলের সরকারি আদেশে হাইকোর্টের রুল নিষ্পত্তি

বুধবার (৩ সেপ্টেম্বর) চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলটি নিষ্পত্তি করেন।

নিজস্ব প্রতিবেদক
হাইকোর্ট ও আটাব (ইনসেটে)
হাইকোর্ট ও আটাব (ইনসেটে) |ছবি : কোলাজ

বাংলাদেশ ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন (আটাব)-এর বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের সরকারি আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে করা রিট আবেদনের ওপর জারি করা রুল নিষ্পত্তি করেছে হাইকোর্ট।

বুধবার (৩ সেপ্টেম্বর) চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলটি নিষ্পত্তি করেন। আদালতের রায় ও দফতরি আদেশ (অফিস অর্ডার) পরবর্তী সময়ে জানানো হবে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

রিটটি দায়ের করেন আটাবের সভাপতি আবদুস সালাম আরেফ। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের বৈধতা চ্যালেঞ্জ করেন; ওই আদেশে আটাবের কার্যনির্বাহী কমিটি বাতিল করে মন্ত্রণালয়ের উপসচিব মোতাকব্বির আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।

এর আগে, ৬ আগস্ট তারিখে একই বেঞ্চ রুল নিসি জারি করে জানতে চায়-কেন ওই স্মারক আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। একইসাথে ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দেয়া হয় এবং রিটকারীর পক্ষকে বিশেষ দূতের মাধ্যমে বিবাদীপক্ষকে নোটিশ পাঠাতে বলা হয়।

শুনানিতে রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী মো: রুহুল কুদ্দুস (কাজল), ওমর সাদাত ও মো: কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো: গোলাম রহমান ভূঁইয়া, নূর মুহাম্মদ আজমি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো: রুহুল আমিন সিকদার, রাশেদুল হক ও মাহবুবা আক্তার রোলি। মামলার নথিপত্রে অ্যাডভোকেট মো: আলাউদ্দিন আল-আজাদের নামও উল্লেখ রয়েছে।

আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনার পূর্ণাঙ্গ কপি হাতে পেলে পক্ষসমূহ পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।