ব্যবসায়ীর ২৬ টুকরো লাশ উদ্ধার : মূলহোতাসহ ২ জন রিমান্ডে

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

নয়া দিগন্ত অনলাইন
নীল রঙের ড্রামে খণ্ডিত অবস্থায় আশরাফুল হকের লাশ উদ্ধার করে পুলিশ
নীল রঙের ড্রামে খণ্ডিত অবস্থায় আশরাফুল হকের লাশ উদ্ধার করে পুলিশ |সংগৃহীত

ঢাকায় হাইকোর্ট এলাকার কাছে দু’টি প্লাস্টিকের ড্রাম থেকে রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ টুকরো লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় তার বন্ধু জারেজুল ইসলাম জারেজসহ দু’জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। রিমান্ডকৃত অপরজন হলেন জারেজের বান্ধবী শামীমা আক্তার।

শনিবার (১৫ নভেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তাদের বিরুদ্ধে দায়ের করা শাহবাগ থানার হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (১৪ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দি থেকে জারেজকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে তার বান্ধবী শামীমাকে গ্রেফতার করে র‌্যাব-৩।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর মালয়েশিয়া ফেরত বন্ধু জারেজুল ইসলামের সাথে ঢাকায় যান আশরাফুল।

জারেজসহ অজ্ঞাত পরিচয় আরো কয়েকজন গত ১১ থেকে ১৩ নভেম্বরের মধ্যে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আশরাফুলকে হত্যা করে। ১৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানী ঢাকার হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের পাশে একটি ড্রাম থেকে তার ২৬ টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ।

১৪ নভেম্বর আশরাফুলের বোন আনজিরা বেগম শাহবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় জারেজসহ অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়। বাসস