কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা কামরুজ্জামান কারাগারে

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত |সংগৃহীত

রাজধানীর বাংলামোটর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মো: কামরুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার রমনা থানাধীন মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর দুপুর ২টা ৫০ মিনিটে আসামীরা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সদস্যরা রাজধানীর রমনা থানাধীন রূপায়ন টাওয়ারের সামনে মিছিল করে। সরকারবিরোধী বিভিন্ন প্রকার স্লোগান দিয়ে তাদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচার করে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ করেছে। এ ঘটনায় একই দিন রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ। বাসস