বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরে মামলা পরিচালনার নির্দেশ

গ্রীষ্মকালীন গরম আবহাওয়া বিবেচনায় গত ২৪ মার্চ থেকে শুধু কালো কোট, সাদা শার্ট, টাই ব্যান্ড পরে মামলা পরিচালনা করেছেন বিচারক ও আইনজীবীরা।

নয়া দিগন্ত অনলাইন
ইন্টারনেট

অধস্তন আদালত, ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীদের মামলা পরিচালনার সময় সিভিল রুলস অ্যান্ড অর্ডার্স এবং ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্সের বিধান যথাযথ অনুসরণ করে আগামী ১৬ নভেম্বর থেকে পোশাক পরিধান করার নির্দেশ দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালসমূহের বিজ্ঞ বিচারকবৃন্দ এবং বিজ্ঞ আইনজীবীবৃন্দের মামলা শুনানিকালে পরিধেয় পোশাক সংক্রান্ত অত্র কোর্টের গত ২৪ মার্চের বিজ্ঞপ্তির কার্যকারিতা এতদ্বারা স্থগিত করা হলো।’

গ্রীষ্মকালীন গরম আবহাওয়া বিবেচনায় গত ২৪ মার্চ থেকে শুধু কালো কোট, সাদা শার্ট, টাই ব্যান্ড পরে মামলা পরিচালনা করেছেন বিচারক ও আইনজীবীরা।

সূত্র : বাসস