হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম ৩ দিনের রিমান্ডে

চট্টগ্রাম ২য় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
সাবেক এমপি কারাবন্দী এ বি এম ফজলে করিম চৌধুরী
সাবেক এমপি কারাবন্দী এ বি এম ফজলে করিম চৌধুরী |সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চকবাজার থানার একটি হত্যা মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম ২য় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

ফজলে করিম চৌধুরী শুনানিতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

এর আগে সিআইডি ওই হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে।

শুনানি শেষে, আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ৫ আগস্টের পর চট্টগ্রামের বিভিন্ন থানায় সাবেক এমপি ফজলে করিমের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেয়া, ভাঙচুর ও দখলসহ বিভিন্ন অভিযোগে অন্তত এক ডজনের বেশি মামলা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে এ বি এম ফজলে করিমকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তিনি আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

এর আগে তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয় ১৪টি।

এসব মামলায় গ্রেফতার দেখানোর জন্য হেলিকপ্টারে করে তাকে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামে আনা হয়। বাসস