মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদন ৩ মাসের মধ্যে জমা দেয়ার নির্দেশ

এই মামলায় অভিযুক্ত জাসদ সভাপতি হাসানুল হক ইনু আজ নিজের সুরক্ষা চেয়ে ট্রাইব্যুনালের কাছে মৌখিক আবেদন করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
এই মামলায় অভিযুক্ত জাসদ সভাপতি হাসানুল হক ইনু আজ নিজের সুরক্ষা চেয়ে ট্রাইব্যুনালের কাছে মৌখিক আবেদন করেছেন।
এই মামলায় অভিযুক্ত জাসদ সভাপতি হাসানুল হক ইনু আজ নিজের সুরক্ষা চেয়ে ট্রাইব্যুনালের কাছে মৌখিক আবেদন করেছেন।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমানসহ ৪৫ জনের বিরুদ্ধে তিন মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (২০ জুলাই) সকালে এ মামলায় অভিযুক্ত ৪৫ জনের মধ্যে ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। প্রসিকিউশন পক্ষ তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে তিন মাস সময় চাইলে ১৫ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

এই মামলায় অভিযুক্ত জাসদ সভাপতি হাসানুল হক ইনু আজ নিজের সুরক্ষা চেয়ে ট্রাইব্যুনালের কাছে মৌখিক আবেদন করেছেন।

শুনানি চলাকালে ট্রাইব্যুনালের কাঠগড়া থেকে আদালতের দৃষ্টি আকর্ষণ করে তিনি জানান, গত জুন মাসে কাশিমপুর কারাগারে তার স্বর পরীক্ষা করা হয়। তবে তাকে কোর্টের কোনো আদেশ দেখানো হয় নাই।

ইনু আশঙ্কা করেন এই কার্যক্রম অসৎ উদ্দেশ্যে পরিচালিত হতে পারে। পরে তিনি ট্রাইব্যুনালের কাছে সুরক্ষা চাইলে তাকে লিখিত আবেদন করার পরামর্শ দেয় ট্রাইব্যুনাল।

ইনু কাঠগড়া থেকে কথা বলার সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বার বার ট্রাইব্যুনালকে বলেন, এভাবে কথা বলার নিয়ম নাই। আইনজীবীর মাধ্যমে তিনি কথা বলতে পারেন।

কিন্তু ট্রাইব্যুনাল তাকে বলে, কোর্ট যাকে ইচ্ছে তাকে শুনতে পারে, অর্থাৎ ইনু ছাড়াও তার আইনজীবী, আত্মীয়- স্জনকেও চাইলে কোর্ট শুনতে পারে।

আজ ট্রাইব্যুনালে সাতটি মামলার কার্যক্রম ছিল। এর মধ্যে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ২৩ পুলিশ ও সেনা সদস্যের মামলাটিতে ৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

একইসাথে উত্তরা ও নরসিংদী থানার মামলার প্রতিবেদনও একই দিনে জমা দিতে বলা হয়েছে।

সিলেট ও কক্সবাজারের মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন যথাক্রমে ৫ ও ২৩ সেপ্টেম্বর জমা দেয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।