বিদেশী বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা ১৭টি মানি লন্ডারিং মামলায় অভিযোগপত্র দ্রুত দাখিল করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ রোববার বিকেলে মালিবাগে সিআইডির সদর দফতরে মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।
তিনি বলেন, তদন্তে দেখা গেছে যে বিদেশী বাণিজ্যের নামে বিভিন্ন ভুয়া এলসি খুলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার করা হয়েছে। এসব অর্থ বিদেশে পাঠানো হয়েছে বিভিন্ন মাধ্যমে।
সিইআইডি জানিয়েছে, মামলাগুলোর তদন্ত শেষ করে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করবে তারা। এতে সালমান এফ রহমানসহ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নাম আসামি করা হয়েছে।



