ওসমান হাদিকে গুলি : মির্জা আব্বাসকে জড়িয়ে মিথ্যা সংবাদে মামলা

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া।

নয়া দিগন্ত অনলাইন
মির্জা আব্বাসকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে আদালতে মামলা করা হয়েছে
মির্জা আব্বাসকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে আদালতে মামলা করা হয়েছে |ফাইল ছবি

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় সিনিয়র বিএনপি নেতা এবং ওই আসনে দলীয় প্রার্থী মির্জা আব্বাসকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আজকের কণ্ঠের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় পোর্টালটির এডমিনসহ অজ্ঞাতনামা সহযোগীদেরও আসামি করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া।

আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে।

আদালতের পেশকার নাজমুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে প্রচারণায় অংশ নিচ্ছেন। এ সময় নির্বাচনকে প্রভাবিত করা এবং সম্ভাব্য প্রার্থীর কাছ থেকে অবৈধ সুবিধা নেয়ার উদ্দেশ্যে আসামিরা জনসাধারণকে বিভ্রান্তকর সংবাদ প্রচার করেছেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার সময় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। ঘটনার সাথে পুরনো ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের সম্পৃক্ততার আশঙ্কা করা হচ্ছে।

মামলায় এজাহারে আরো বলা হয়েছে, ১২ ডিসেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটে দৈনিক আজকের কণ্ঠ ‘মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। বাদিপক্ষ দাবি করেছেন, সংবাদটি প্রকাশের উদ্দেশ্য ছিল মির্জা আব্বাসের চরিত্র ও নির্বাচনী প্রচারণাকে ক্ষতিগ্রস্ত করা।

সূত্র : বাসস