সুপ্রিম কোর্টে ৮ সদস্যের পরিকল্পনা ও উন্নয়ন কমিটি গঠন

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৮(১) অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি এ কমিটি গঠন করেন। আপিল বিভাগের বিচারপতি মো: রেজাউল হককে সভাপতি করে বুধবার (১০ ডিসেম্বর) এ কমিটি গঠন করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট |সংগৃহীত

অধস্তন আদালত, প্রশাসনিক ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি ও সুপ্রীম কোর্ট সচিবালয় সংশ্লিষ্ট দফতর এবং প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন বা কারিগরি প্রকল্পগুলো চূড়ান্ত নিরীক্ষা ও সুপারিশ করার লক্ষ্যে আট সদস্যের একটি ‘পরিকল্পনা ও উন্নয়ন কমিটি’ গঠন করা হয়েছে।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৮(১) অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি এ কমিটি গঠন করেন। আপিল বিভাগের বিচারপতি মো: রেজাউল হককে সভাপতি করে বুধবার (১০ ডিসেম্বর) এ কমিটি গঠন করা হয়।

আট সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন– হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি মো: যাবিদ হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সুপ্রীম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব।

উল্লেখ্য, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। গত ৩০ নভেম্বর, রোববার রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। বাসস