সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মো: এরশাদ আলী (৪৫) এবং স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপপ্রশিক্ষণ ও কর্মশালাবিষয়ক সম্পাদক মো: ওয়াহেদুল ইসলাম খান সজিবকে (৫২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
রোববার (১২ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার রাজধানী থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাজধানীর বনানী থানার নৌবাহিনী হেডকোয়ার্টার্সের বিপরীত পাশে সেনা মালঞ্চের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাড়কের উপর আসামিরা বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ও নাশকতার উদ্দেশ্যে মিছিল করছিল। আসামিরা বর্তমান সরকারকে অবৈধ পন্থায় উৎখাত করার জন্য সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টিসহ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি-পূর্বক জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটায়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে বনানী থানার পুলিশ।
সূত্র : বাসস