নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস |সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ দাখিল করা হয়।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আজ গণমাধ্যমকে জানান, ‘শেখ তাপস ও নানকসহ ২৮ জনের বিরুদ্ধে মোহাম্মদপুরের একটি মামলায় ফরমাল চার্জ দাখিল করা হয়েছে এবং আজ এ বিষয়ে শুনানি হতে পারে।’

উল্লেখ্য, জাহাঙ্গীর কবির নানক বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। এই মামলায় তার পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকেও আসামি করা হয়েছে।

সূত্র : বাসস