জাতীয় পার্টির রওশন এরশাদ অংশের সহযোগী সংগঠন যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিফাতুল ইসলাম পাভেলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বর্তমান সরকারকে উচ্ছেদের প্রচেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।
শুক্রবার (৩ অক্টোবর) পুলিশ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, আজ গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বর্তমান সরকারকে উচ্ছেদের প্রচেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে গত ১৪ সেপ্টেম্বর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন রমনা থানার এসআই আজিজুল হাকিম। এই মামলায় পাভেলকে গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার অভিযোগ বলা হয়েছে, আসামি এনায়েত করিম চৌধুরী বাংলাদেশের বৈধ অন্তর্বর্তী সরকারকে উৎখাতের লক্ষ্যে বিদেশী গোয়েন্দা সংস্থার অ্যাজেন্ট হিসেবে দেশে এসে জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত আছেন। এটি গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ মামলায় বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম চৌধুরী (৫৫) ও তার সহযোগী এস এম গোলাম মোস্তফা বর্তমানে কারাগারে আটক রয়েছে। বাসস