ডাকসু নির্বাচন

নারী ভোটারদের ছবি সীমিত প্রদর্শন চেয়ে হাইকোর্টে রিট

রোববার (২৪ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী এ রিট দায়ের করেন। রিটকারীরা হলেন– সাবিকুন্নাহার তামান্না, মো. জাকারিয়া, ফাতেমা, তাসনিম ঝুমা ও রেদোয়ান মণ্ডল রিফাত।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
রিট করার পর হাইকোর্ট প্রাঙ্গণে আইনজীবীর সাথে শিক্ষার্থীরা
রিট করার পর হাইকোর্ট প্রাঙ্গণে আইনজীবীর সাথে শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোটার তালিকায় থাকা নারী শিক্ষার্থীদের ছবি ও ব্যক্তিগত তথ্য সীমিত আকারে প্রদর্শনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী এ রিট দায়ের করেন। রিটকারী শিক্ষার্থীরা হলেন- আইন বিভাগের সাখাওয়াত জাকারিয়া, অর্থনীতি বিভাগের রিফাত রিদওয়ান, অপরাধবিজ্ঞান বিভাগের ফাতিমা তাসনিম জুমা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবিকুন নাহার তামান্না। তাদের আইনজীবী অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ।

রিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ভোটার তালিকায় প্রকাশিত নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি অপসারণ চেয়ে ভিসি বরাবর চিঠি দেন শিক্ষার্থীরা।

চিঠিতে বলা হয়েছিল, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি প্রকাশ করা হয়েছে, যা ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন। ছবি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য— যা শিক্ষার্থীর অনুমতি ছাড়া প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ কারণে অনেক শিক্ষার্থী ইতোমধ্যে মানসিক অস্বস্তি ও বুলিংয়ের শিকার হচ্ছেন। বিশেষ করে ধর্মপ্রাণ নিকাবি শিক্ষার্থীদের জন্য এটি ছিল অত্যন্ত বিব্রতকর ও বিভ্রান্তিকর পদক্ষেপ।

শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা এই সংবেদনশীল তথ্যগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা তাদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। অথচ এত গুরুত্বপূর্ণ বিষয় প্রশাসনের নজরে আসেনি, যা অত্যন্ত দুঃখজনক। এজন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

অতএব, আমাদের বিনীত অনুরোধ– ১. দ্রুততম সময়ে নারী শিক্ষার্থীদের ছবি সম্বলিত ভোটার তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে নেয়া হোক, ২. ভবিষ্যতে এ ধরনের ব্যক্তিগত তথ্য প্রকাশ না করে বিকল্প হিসেবে শিক্ষার্থী পরিষেবার মতো রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে— তথ্য দেখার একটি নিরাপদ ব্যবস্থা চালু করা হোক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভিসি মহোদয় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

তবে সে চিঠি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় রিট দায়ের করা হয়েছে।

এ দিকে এই রিটের কারণে ডাকসু পেছাবে কিনা এমন প্রশ্ন আসলে রিটকারীরা বলেন, এমন সম্ভাবনা অমূলক এবং অবান্তর। সদিচ্ছা থাকলে প্রশাসন আজকেই এই বিষয়টির সমাধান করে ফেলতে পারে।