বাগেরহাটে ৪টি আসন পুনর্বহাল

বাগেরহাটে সংসদীয় আসন চারটি থেকে তিনটি করার নির্বাচন কমিশনের গেজেট হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছিল; আপিল বিভাগের রায়ে আগের মতো চারটি আসনই বহাল থাকবে।

নয়া দিগন্ত অনলাইন
বাগেরহাটে সংসদীয় আসন চারটি বহাল রেখেছে আপিল বিভাগ
বাগেরহাটে সংসদীয় আসন চারটি বহাল রেখেছে আপিল বিভাগ |সংগৃহীত

বাগেরহাটে সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বহাল রেখেছে আপিল বিভাগ।

ফলে বাগেরহাটে এখন তিনটি নয়, আগের মতো চারটি সংসদীয় আসনেই ভোট হবে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের লিভ টু আপিলের শুনানি শেষে আপিল বিভাগ এই রায় দিয়েছে। রায়ে বাগেরহাটের আসনগুলো আগের অবস্থায় ফিরিয়ে এনে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের আদেশ দিয়েছিল হাইকোর্ট বিভাগ।

গত ৩০ জুলাই বাগেরহাটের চারটি আসন পরিবর্তন করে তিনটি করার প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলো আপত্তি করলেও ৪ সেপ্টেম্বর এ নিয়ে গেজেট জারি হয়।

এর বিরুদ্ধে দু’টি রিট মামলা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর রুল জারি হয়েছিল।

সেই রুলের শুনানি শেষে গত ১০ নভেম্বর নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট বিভাগ।

সূত্র : বিবিসি