গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান (বাসু) শেখকে হত্যার দায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। রায়ে আরো চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) ট্রাইব্যুনালের বিচারক মো: রহিবুল ইসলাম এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, ঝন্টু শেখ ও কিবরিয়াল কাজী। এর মধ্যে তফসির শেখ ও ঝন্টু শেখ বর্তমানে পলাতক রয়েছেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিন্টু শেখ, কেনাই মোল্লা, আলিমুজ্জামান বিটু (পলাতক) ও প্রিন্স খাঁ।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ইকবাল খাঁ, টুটুল শেখ, রনি শেখ, আক্রাম আলী, হাবিল কাজী, বুলগান কাজী, সজিব শেখ, পনির শেখ, শিহাব শেখ, রাশেদ শেখ ওরফে রাশেদ খাঁ ও শওকত শেখ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে সাইদুর রহমান বাসুকে হত্যা করা হয়। এ ঘটনায় ওই বছরের ১৯ ফেব্রুয়ারি নিহতের ছোট ভাই জাসু শেখ গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১৬ সালের ১২ জুলাই গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক হযরত আলী ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ মো: দলিল উদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরবর্তীতে ২০১৮ সালের ১৬ আগস্ট মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ পাঠানো হয়।
সূত্র : বাসস



