দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২০ এপ্রিল

আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট এবং রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের প্রায় নয় হাজার কোটি টাকার ক্ষতি করার অভিযোগে গত ৩ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
দুদক
দুদক |ইন্টারনেট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো: জহুরুল হক এবং বিটিআরসির সাবেক দুই চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের ২০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করেন।

আজ বুধবার দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট এবং রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের প্রায় নয় হাজার কোটি টাকার ক্ষতি করার অভিযোগে গত ৩ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। দুদকের পরিচালক জালাল উদ্দীন আহমেদ মামলাটি করেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪১৮, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার অন্যান্য আসামিরা হলেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস, সাবেক ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো: আহসান হাবিব খান, সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, সাবেক কমিশনার মো: রেজাউল কাদের ও মো: আমিনুল হাসান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে বিটিআরসি কর্তৃপক্ষ সরকারের অনুমোদন ছাড়াই পরীক্ষামূলক সময়ের কল রেট কমিয়ে ০.০৩ ডলার থেকে ০.০১৫ ডলার করে এবং সরকারের রেভিনিউ শেয়ার ৫১.৭৫ শতাংশ থেকে ৪০ শতাংশে নামিয়ে আনে। একই সাথে আইজিডব্লিউ অপারেটরের শেয়ার ১৩.২৫ শতাংশ থেকে ২০ শতাংশ করা হয়, যা সম্পূর্ণ বেআইনি।

এই সিদ্ধান্তে রেভিনিউ শেয়ার কমে ক্ষতি হয় ৩৮৩ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার টাকা। কম রেটে কল আনায় ক্ষতি হয় দুই হাজার ৯৪১ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার টাকা। বৈদেশিক মুদ্রা দেশে না আনায় ক্ষতি হয় পাঁচ হাজার ৬৮৫ কোটি এক লাখ টাকা। সব মিলিয়ে রাষ্ট্রের মোট ক্ষতি নয় হাজার ১০ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার টাকা।