মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা : একজন রিমান্ডে, অপরজন কারাগারে

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট |সংগৃহীত

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের সাতজনকে কুপিয়ে আহত করায় ঘটনায় রমনা থানায় করা হত্যাচেষ্টার মামলায় মো: পারভেজ নামের এক যুবকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় জয়নাল আবেদিন নামের আরেকজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। হামলায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এই দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান নাহিদ পারভেজের পাঁচ দিনের রিমান্ড ও জয়নাল আবেদিনকে কারাগারে রাখার আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত পারভেজের এক দিনের রিমান্ড মঞ্জুর করনে। অপর দিকে জয়নালকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জিন্নাত আলী এ তথ্য নিশ্চিত করেন।