চাকরি পেতে চাচাকে বাবা বানানো সেই সিনিয়র সহকারী সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে চাচা-চাচিকে বাবা-মা সাজানোর অভিযোগে দুদকের মামলার পর সিনিয়র সহকারী সচিব কামাল হোসেনসহ পাঁচজনের দেশত্যাগে আদালত নিষেধাজ্ঞা জারি করেছে।

নয়া দিগন্ত অনলাইন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) লোগো
দুর্নীতি দমন কমিশনের (দুদক) লোগো |সংগৃহীত

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে নিজের চাচা-চাচিকে বাবা-মা সাজানোর অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) ও মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সিনিয়র সহকারী কমিশনার মো: কামাল হোসেনসহ পরিবারের পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অপর চারজন হলেন কামাল হোসেনের বাবা মো: আবুল কাশেম, মা মোছা. হাবীয়া খাতুন, চাচা মো: আহসান হাবীব এবং চাচি মোসা. সানোয়ারা খাতুন।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থাটির উপ-সহকারী পরিচালক মনজুরুল ইসলাম মিন্টু।

আবেদনে বলা হয়েছে, মো: কামাল হোসেন মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি লাভসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগের উদ্দেশ্যে বাবা মো: আবুল কাশেম ও মা মোছা. হাবীয়া খাতুনের পরিবর্তে আপন চাচা মো: আহসান হাবীব ও চাচি মোসা: সানোয়ারা খাতুনকে পিতা-মাতা সাজিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনার সাথে চরম প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণপূর্বক মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করার অপরাধে দুদক মামলা দায়ের করেছে।

মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি মো: কামাল হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মো: কামাল হোসেনসহ তার স্বার্থ সংশ্লিষ্ট পাঁচজনের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

সূত্র : বাসস