হাদি হত্যা : প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

‘গত ২৩ ডিসেম্বর ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলায় দায়ের হয়েছে। মামলার তদন্ত চলমান।’

নয়া দিগন্ত অনলাইন
শেরেবাংলা নগর থানা
শেরেবাংলা নগর থানা |সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা এজহারনামীয় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের (৩৭) বিরুদ্ধে অস্ত্র আইনে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলায় দায়ের করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২৩ ডিসেম্বর ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলায় দায়ের হয়েছে। মামলার তদন্ত চলমান।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১২ ডিসেম্বর মামলার এজাহারনামীয় আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ জুলাইযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে (৩৩) আগ্নেয়াস্ত্র দ্বারা মাথায় গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম মাসুদের মা হাসি বেগম আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেন, গত ১২ ডিসেম্বর আসামি ফয়সাল করিম মাসুদ একটি কালো রঙের কাঁধের ব্যাগসহ শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওস্থ পানির ট্যাংকির মোড় কর্নেল গলি, ২৭২/৫ চৌধুরীবাড়ীর ৮ম তলার লিফটের পশ্চিম পাশে তার বোন জেসমিনের ভাড়া করা বাসায় আসে। এ সময় বাড়ির দারোয়ান মাসুদ মোল্লা তিন/চারজন লোক নিয়ে জেসমিনের বাসার কলিং বেল চাপ দিলে আসামি ফয়সাল করিম মাসুদ দরজার ছিদ্র দিয়ে লোকজন দেখে পুলিশ মনে করে, তার কাঁধের ব্যাগটি রান্না ঘরের জানালার বাহিরে নিচে ফেলে দেয়। ব্যাগটি বাসার মাঝখানে লোহার গ্রিলের উপর গিয়ে পড়ে। পরবর্তী সময় লোকজন চলে গেলে আসামি ফয়সাল করিম মাসুদের আদেশে তার মা ব্যাগটি তুলে নিয়ে আসে। আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ বাড়িতে কিছু না বলে বাসা থেকে বের হয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। পরবর্তী সময়ে র‌্যাব-২ গত ১৫ ডিসেম্বর অভিযান পরিচালনা করে ওই বাসার মাঝখানে লোহার গ্রিলের উপর থেকে একটি কালো রঙের ম্যাগাজিন, যার ভেতরে ছয়টি তাজা বুলেট ও একটি সিলভার কালারের ম্যাগাজিন, যার ভেতরে পাঁচটি তাজা বুলেট উদ্ধার করে। বাসস