গুমের মামলায় হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাইলেন হুম্মাম কাদের চৌধুরী

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ এই মামলায় ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে গত ১৮ ডিসেম্বর বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

নয়া দিগন্ত অনলাইন
শেখ হাসিনা
শেখ হাসিনা |ইন্টারনেট

আওয়ামী লীগের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাইলেন মামলার সাক্ষী হুম্মাম কাদের চৌধুরী।

সোমবার বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষীর জবানবন্দিতে তাকে গুম, নির্যাতনের বিস্তারিত তুলে ধরে আসামিদের সর্বোচ্চ শাস্তি চান। এরপর ট্রাইব্যুনালে এই মামলায় তাকে আসামিপক্ষে জেরার জন্য আগামী ২৫ জানুয়ারি দিন ধার্য করেন।

এই মামলায় আজ প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের আগে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটরের সাথে এই মামলায় প্রসিকিউশন পক্ষে শুনানি করে প্রসিকিউটর মিজানুল ইসলাম।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ এই মামলায় ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে গত ১৮ ডিসেম্বর বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এই মামলার আসামিদের মধ্যে গ্রেফতার যে তিন সেনা কর্মকর্তা আজ ট্রাইব্যুনালে হাজির ছিলেন তারা হলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো: মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

সূত্র : বাসস